শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ১০:১৮ অপরাহ্ন
বার্তাকক্ষ : পাবনায় ১ টি বিদেশী রিভালবার, ৫ রাউন্ড গুলি ও ১৯৩ পিস ইয়াবাসহ ১ অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের সদস্যরা।
গতকাল বুধবার (০৬ নভেম্বর) সন্ধ্যায় ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া থেকে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ আসাদুজ্জামান ওরফে মাসনাত (২৯) ঈশ্বরদী উপজেলার তিলকপুর গ্রামের মোঃ আইনুল হকের ছেলে।
র্যাব জানায়, মাসনাত একজন দূর্ধর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী।
গ্রেফতারের সময় তার নিকট থেকে ১ টি বিদেশী রিভালবার, ৫ রাউন্ড গুলি ও ১৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে আসামি জানায়, দীর্ঘদিন ইয়াবা ক্রয়-বিক্রয়, রিভালবার ব্যবহার করে ঈশ্বরদীসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল সে।
র্যাবের দাবী আসামি অত্র এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে ধৃত আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার।
© All rights reserved 2020 ® newspabna.com