বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০১:৩০ পূর্বাহ্ন
বার্তাকক্ষ : শুক্রবার (১৬ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে র্যাব-১২, সিপিসি-২, পাবনা এর একটি আভিযানিক দল ডিএডি মোঃ মনোয়ার হোসেন এর নেতৃত্ত্বে এক অভিযান পরিচালনা করে।
পাবনা সদর থানার মনোহরপুর গ্রামে এই অভিযান পরিচালনার সময় মোঃ রায়হান ইসলাম রবিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব।
এসময় তার নিকট থেকে আটচল্লিশ পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি Walton-125CC মোটর সাইকেল উদ্ধার করে র্যাব।
আটক রায়হান পাবনা সদর থানার বালিয়াহালট গ্রামের মো: মনিরুজ্জামানের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে রায়হান। পরে তাকে ধাওয়া করে ধরতে সক্ষম হয় র্যাব।
র্যাবের দাবি এই আসামী দীর্ঘদিন যাবত অত্র এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবার ব্যবসা করে আসছিলো।
আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-১২ পাবনা।
© All rights reserved 2020 ® newspabna.com