শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৮:৪৫ অপরাহ্ন
শহর প্রতিনিধি : পাবনায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার (৩০ এপ্রিল) এএসপি মোঃ মশিউর রহমান মন্ডল এর নেতৃত্বে পাবনা সদর থানাধীন গোবিন্দা মহল্লার সোনামিয়ার গলি থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো মোঃ জাকির হোসেন (৩২), সে আতাইকুলা থানার গাঙ্গুহাটি গ্রামের মৃত শাহাজাহানের পুত্র, অপর আসামি মোঃ আরিফুল ইসলাম (৩২) সে আতাইকুলা থানার মধুপুর গ্রামের মোঃ আব্দুল হাই প্রামানিকের পুত্র।
আটক করার সময় তাদের নিকট থেকে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২ বোতল ফেনসিডিল, ১টি মোটর সাইকেল ও মাদক বিক্রয়লব্ধ নগদ ১২,০৪০/- (বার হাজার চল্লিশ) টাকা ও ২টি মোবাইল ফোন সীমসহ উদ্ধার করা হয়। এ সময় অপর আসামী মোঃ শরীফ হোসেন ঘটনাস্থল থেকে দ্রুত দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
র্যাব সূত্র স্থানীয়দের বরাত দিয়ে জানায়, আসামীরা পরস্পরের যোগসাজসে দীর্ঘদিন যাবত অত্র এলাকায় ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল বিক্রি করে আসছিলো।
আসামীদের বিরুদ্ধে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com