শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৯:০০ অপরাহ্ন
বার্তাকক্ষ : পাবনায় ট্রাকে করে গাঁজা পরিবহনের সময় র্যাবের চেকপোস্টে ২১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
শুক্রবার (০৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে র্যাব-১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা গাছপাড়া মোড়ে চেকপোষ্ট স্থাপন করে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ শাহ জালাল (২৫), পিতা মোঃ নজরুল ইসলাম ও মোঃ রাজ্জাকুল ইসলাম (৩৩), পিতা মোঃ হাবিবুর রহমান। তারা লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানার মুস্তাফি এলকার বাসিন্দা।
গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ২১ কেজি গাঁজা ও ১ টি ট্রাক জব্দ করে র্যাব।
র্যাবের দাবি আসামীরা দীর্ঘদিন যাবত গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে নিজ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
© All rights reserved 2021 ® newspabna.com