সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০৩:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি : র্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের ডিএডি মোঃ আবুল হাসান শেখ এর নেতৃত্ত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ইয়াসমিন মনিরা (সহকারী কমিশনার) এর উপস্থিতিতে একটি আভিযানিক দল ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার (০৮ জুন) পাবনা জেলার সদর থানাধীন বিসিক শিল্প নগরী ও পাবনা শহরস্থ কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ভিন্ন-ভিন্ন কারনে ৪ ব্যবসায়ীর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে সর্বমোট আটচল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ওজনে কম দেয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও মেয়াদ উত্তীর্ন ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয়ের অপরাধে মোবাইল কোর্টে অভিযুক্ত আঃ ছোবাহান (৬০), পিতা-মানিক উদ্দিন (ম্যানেজার মেসার্স তুষার ফ্লাওয়ার মিলস), “ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে ত্রিশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
মোঃ আজিজুল ইসলাম (বনলতা সুইটস এন্ড বেকারী) ১৫ হাজার টাকা জরিমানা, মোঃ এজাজুল ইসলাম (মনিরা পোল্ট্রি), ২ হাজার টাকা জরিমানা এবং মোঃ খায়রুল ইসলাম (৫৫)কে “ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে বলে র্যাব-১২, সিপিসি-২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
© All rights reserved 2020 ® newspabna.com