বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১১:২৩ অপরাহ্ন
বার্তাকক্ষ : র্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে মঙ্গলবার (০৭ জুলাই) সন্ধ্যায় ৭.৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে চাটমোহর উপজেলার হাসুপুর এলাকার হান্ডিয়াল বাজার থেকে মাদক ব্যবসায়ী আসামী মোঃ আলতাফ আলী (৪৬) কে গ্রেফতার করে তারা।
গ্রেফতার আলতাফ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার চেংটিয়া গ্রামের মৃত জুরান আলী শেখ এর ছেলে।
গ্রেফতারের সময় তার নিকট থেকে ৭.৮ কেজি অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছে।
আসামীর বিরুদ্ধে পাবনার চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানি কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার।
© All rights reserved 2020 ® newspabna.com