সোমবার, ০১ মার্চ ২০২১, ০৩:৫৪ অপরাহ্ন
পাবনা প্রতিনিধি : শনিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত পাবনা পৌরসভা নির্বাচনে র্যাব ও পুলিশের সঙ্গে যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
এছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে জুবিলী পুকরের কাছে যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
সেখানে পাবনা জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শিবলি সাদিক উপস্থিত ছিলেন। এসময় পুলিশের সঙ্গে যুবলীগ নেতাকর্মীদের ধাক্কাধাক্কি হয়।
তবে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, পুলিশের সঙ্গে নয়, মূলত র্যাবের সঙ্গে ঘটনাটি ঘটেছে।
র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, ভোটকেন্দ্রের বাইরে জটলা তৈরি হয়েছিল। জটলা কমানোর জন্য তাদের হটিয়ে দেয়া হয়। এছাড়া তাদের সঙ্গে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
© All rights reserved 2021 ® newspabna.com