News Pabna
ঢাকাবৃহস্পতিবার , ২ ডিসেম্বর ২০২১

পাবনায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

News Pabna
ডিসেম্বর ২, ২০২১ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

পাবনা অফিস : শব্দ দুষণের কারণে করোনাসহ নানা রোগের বিস্তার হতে পারে। এ ছাড়া শব্দ দুষণের কারণে প্রতি বছর অনেক মানুষ শ্রবন শক্তি হারায়। একমাত্র সচেতনার মাধ্যমে শব্দ দুষণ নিয়ন্ত্র সম্ভব।

বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) পাবনায় ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশিদারিত্বমুলক প্রকল্প’ এর আওতায় শিক্ষক-শিক্ষার্থী ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুফিয়া নাজিম।

সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবীর মজুমদারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ হুমায়ুন কবীর।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন, জেলা সমাজসেবা কার্যাললয়ের উপ-পরিচালক রাশেদুল কবীর, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, এনজিও নেতৃবন্দ, ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।