মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১, ১২:১০ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি : পাবনার বেড়া উপজেলায় অগ্রণী ব্যাংকের উদ্যোগে এক হাজারের বেশি শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার উপজেলার কাজীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনটি ইউনিয়নের বাসিন্দাদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় অগ্রণী ব্যাংকের পরিচালক ড. মো. ফরজ আলী, অগ্রণী ব্যাংক পাবনার উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান ইখতিয়ার উদ্দিন, বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু, মাসুমদিয়া ইউপির চেয়ারম্যান মিরোজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মাস্ক ব্যবহার করে সামাজিক দূরত্ব ঠিক রেখে শীতবস্ত্র দেওয়া হয়।
© All rights reserved 2021 ® newspabna.com