সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৫:১৯ অপরাহ্ন
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুরে মোটর শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ জুন) দুপুরে পাবনার ফরিদপুর উপজেলার ভাঙাদাহ নামক স্থান থেকে ওই মোটর শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত মানিক উদ্দিন (৩৬) সাঁথিয়া উপজেলার নাগডেমরা গ্রামের হাজী আক্তার হোসেনের ছেলে। সে শ্যামলী পরিবহনে সুপার ভাইজার পদে চাকরি করতো।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল আলম জানান, ডেমরা-বাঘাবাড়ি আঞ্চলিক সড়কের ফরিদপুর উপজেলার ভাঙাদাহ নামক স্থানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি বলেন, কী কারণে তাকে হত্যা করেছে প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে মঙ্গলবার (২৭ জুন) দিনগত রাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com