শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৬:২৪ অপরাহ্ন
উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান
বার্তা সংস্থা পিপ: পাবনা জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হয়েছেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু।
জাতীয় শিক্ষা সপ্তাহ, ২০১৬-এর শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ক্যাটাগরিতে মিন্টু শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কানিজ ফাতেমা জানান, জেলা পর্যায়ে সাতটি উপজেলার মধ্যে মোখলেছুর রহমান মিন্টু শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এরপর তিনি রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অবতীর্ণ হবেন।
এবারে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬-এ ছয়টি ক্যাটাগরিতে ঈশ্বরদী উপজেলা পাবনা জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হয়েছেন কানিজ ফাতেমা।
মোখলেছুর রহমান মিন্টু সাবেক ছাত্রনেতা। ১৯৮০ সালে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র সংসদের তিনি সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হন। বর্তমানে তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
© All rights reserved 2020 ® newspabna.com