বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১২:৫৬ পূর্বাহ্ন
মিজান তানজিল, পাবনা : পাবনা শহর সমাজসেবা অফিসের উদ্যোগে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় সদর পৌর এলাকার ৭৬ জন মহিলাদের মাঝে ২১ লাখ ৬৫ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (০৩ নভেম্বর) দুপুরে জেলা সমাজসেবা কার্যালয়ের হলরুমে আনুষ্ঠানিক ভাবে এসকল চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তর পাবনার উপ-পরিচালক রাশেদুল কবীর, বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের সদস্য ও শহর সমাজসেবা, সমন্বয় পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, জেলা সমাজসেবা অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক খন্দকার গোলাম সারোয়ার, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার হাফিজ আহমেদসহ আরো অনেকে।
© All rights reserved 2020 ® newspabna.com