মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৮:১৭ অপরাহ্ন
পাবনায় শিক্ষার্থীকে হত্যার বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
শহর প্রতিনিধি : পাবনায় সরকারি শহীদ বুলবুল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সম্পা খাতুনকে হত্যা ও ধর্ষণের চেষ্টাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় পাবনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে শিক্ষার্থী সম্পা খাতুনকে হত্যা ও ধর্ষণের চেষ্টাকারী সন্ত্রাসী এবং হত্যা মামলার আসামী আব্দুর রউফ এর বিচার চেয়ে বক্তব্য দেন, শিক্ষার্থীর বাবা শাহজাহান আলী, সরকারি শহীদ বুলবুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শামসুউদ্দিন জুন্নুন, শিক্ষার্থী কেয়া আক্তার, সজল পারভেজ, মোছা. সুমাইয়া, সুমন হাসান, অন্তর, ইয়াকুব, সাব্বির প্রমূখ।
আব্দুর রউফ গয়েশপুর ইউনিয়নের পারমালঞ্চি গ্রামের কোমদ আলীর ছেলে। এলাকায় পিতা-পুত্র উভয়ের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসীসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
শিক্ষার্থীর পিতা শাহজাহান আলী বলেন, আব্দুর রউফ পাবনা ইসলামীয়া কলেজ শিক্ষার্থী মাজহারুল ইসলাম অপু হত্যার প্রধান আসামী। আমি এই হত্যা মামলার প্রধান স্বাক্ষী। আমি যাতে স্বাক্ষী দিতে না পারি সে জন্যই সে এমন ঘটনা ঘটানোর অপচেষ্টা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
শিক্ষার্থীর ভাই সজল পারভেজ জানান, এ ব্যাপারে পাবনা সদর থানায় মামলা করা হয়েছে। মামলার আসামী আব্দুর রউফ একজন সন্ত্রাসী ও মাদক সম্রাট। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মেয়েদের ইভটিজিংসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
মানববন্ধনে সরকারি শহীদ বুলবুল কলেজের কয়েশ শতাধিক ছাত্র-ছাত্রী, অভিভাবক ও গ্রামবাসী অংশগ্রহণ করে।
© All rights reserved 2020 ® newspabna.com