বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ১১:৪৫ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি : পাবনায় নিষিদ্ধ ঘোষিত সর্বহারা বাহিনীর সদস্য আলমাস হোসেন (৪৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের মঙ্গলগ্রামের বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আলমাস হোসেন পাবনা জেলার সাঁথিয়া উপজেলার তেরোখাদা গ্রামের টুন্ডু মিয়ার ছেলে।
পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ ঘোষিত সর্বহারা বাহিনীর সদস্য ছিলেন আলমাস।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহিন তথ্যটি নিশ্চিত করে জানান, কে বা কারা তাকে হত্যা করেছে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের শরীরে অসংখ্য ধারালো অস্ত্রাঘাতের চিহ্ন রয়েছে।
শুক্রবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
© All rights reserved 2021 ® newspabna.com