শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ১১:১৫ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি : পাবনার সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদের ফেইসবুক অ্যাকাউন্ট বেহাত হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে নিজের ফেইসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না তিনি। shoikat afrooz নামের ওই অ্যাকাউন্টটি ফ্রেন্ডলিস্টের কেউও দেখতে পারছেন না।
সৈকত বলেন, পারিবারিক কাজে তিনি শহরের বাইরে অবস্থান করায় এ বিষয়ে জিডি করতে তার ভাইকে পাবনা সদর থানায় পাঠিয়েছেন।
© All rights reserved 2020 ® newspabna.com