শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ১০:২৯ অপরাহ্ন
উপজেলা করেসপন্ডেন্ট : পাবনার ঈশ্বরদী ও চাটমোহর উপজেলায় সাপের কামড়ে ২ জনের মৃত্যু হয়েছে।
ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে বিষধর সাপের কামড়ে হুসেন খাঁ (১২) নামে এক শিক্ষার্থী ও চাটমোহরে বিষধর সাপের কামড়ে রুবিয়া খাতুন (৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়ন এর মাজদিয়া মাদ্রাসাপাড়ায় ঘটনা ঘটে।
নিহত ওই স্কুলছাত্র ওই এলাকার মোরশেদ খাঁর ছেলে। সে ঈশ্বরদীর দারুল উলুম দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেনীতে পড়াশুনা করতো।
একই দিন সকালে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু হয়। নিহত গৃহবধূ ঐ গ্রামের কৃষক সেলিম হোসেনের স্ত্রী।
ঈশ্বরদী টি এ্যান্ড টি অফিসের কর্মচারী, নিহত শিক্ষার্থীর দুলাভাই,মোকলেছুর রহমান প্রাং এতথ্য নিশ্চিত করে জানান, রাতে নিজ ঘরে একই খাটে শুয়ে সহোদর ছোট ভাই হাসানের সাথেই মোবাইল ফোনে গেমস খেলছিল হুসেন।
হুসেন ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় মশারীর ভেতরে বিছানার ওপর লুকিয়ে থাকা সাপ হুসেনের মাথার বামপাশে কামড় দেয়।
হুসেন তাৎক্ষণিক ভাইকে জানালে ছোট ভাই মোবাইলের আলোতে কাঠের বাটাম দিয়ে বিষধর সাপটিকে পিটিয়ে আহত করে আটকে রাখে।
পরে পরিবারের সদস্যরা প্রথমে ওঝার কাছে গেলে মাথায় কামড় দেওয়ার কারণে অপারগতা প্রকাশ করে।
রাতেই ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সাপে কাটা রোগীর চিকিৎসা না থাকার কারণে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে গৃহবধূ রুবিয়া তার নিজ ঘরের কাঁচা মেঝেতে কাজ করতে গিয়ে একটি গর্ত দেখতে পান। ইঁদুরের গর্ত মনে করে তিনি পা দিয়ে গর্তে মাটি ভরে আটকানোর চেষ্টা করছিলেন। সেসময় গর্তে থাকা সাপ তার পায়ে দংশন করে।
বিষয়টি সাথে সাথে তিনি পরিবারের অন্য সদস্যদের জানান। স্বজনরা গ্রামে ওঝা খুঁজতে বের হন। এরই মধ্যে তার শরীরে বিষ ছড়িয়ে পড়লে তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন।
পাবনার ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, কেউ থানায় অবগত করেনি। ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত হয়েছে।
এদিকে দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের মৃত্যুতে ঈশ্বরদীর মাজদিয়া মাদ্রাসাপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় অনেকেই বলছেন, ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীর কোন চিকিৎসা না থাকার কারণে এই মর্মান্তিক মৃত্যু হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com