বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৩:৫৭ পূর্বাহ্ন
ফাইল ফটো
শহর প্রতিনিধিঃ পাবনা মহিলা কলেজের পেছনে অবস্থিত দিলালপুরস্থ সার্বজনীন শীতলা মন্দিরের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শ্যামল কুমার ঘোষকে সভাপতি ও উত্তম জোয়াদ্দারকে সাধারন সম্পাদক করে আগামী তিন বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
কমিটির সহ সভাপতি হলেন দেবজিত নাগ শংকর ও বিষ্ণু পদ হোড়, সহ সম্পাদক জীবন অধিকারী ও নিখিল কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক রিন্টু কুমার বসু, সহ সাংগঠনিক সম্পাদক উজ্জল কর্মকার, প্রচার সম্পাদক উত্তম দাস, সহ প্রচার সম্পাদক শিবু সরকার, দপ্তর সম্পাদক সমর কুমার ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক নন্দ কর্মকার, কোষাধ্যক্ষ পুলক কুমার ঘোষ, হিসার রক্ষক মানিক কুমার ঘোষ কাটু, সহ হিসাব রক্ষক বিশ্ব সরকার, মহিলা সম্পাদিকা সাধনা রাণী ঘোষ।
সদস্যবৃন্দ হলেন তপন কুমার সাহা, গৌতম ঘোষ, প্রদীপ জোয়াদ্দার,স্বরূপ কুমার স্যানাল, সন্দিপ কুমার দাস, স্বপন সরকার, রতন কুমার সাহা, প্রনয় কুমার গুন, অমর নন্দি, রাজিব সরকার, বাবলু সাহা, অমিত কুমার কুন্ডু, দিপক সাহা, জীবন ঘোষ, আনন্দ কর্মকার, নারায়ন সরকার, আনন্দ কুমার ঘোষ, রনী কুমার সাহা, পার্থ বসাক, আকাশ সাহা ও বাবলু সাহা।
একইসাথে মন্দিরের উপদেষ্ট মন্ডলীও গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন এড. সনৎ কুমার সরকার, প্রভাষ চন্দ্র ভদ্র, নিমাই চন্দ্র সাহা, বিশ্বনাথ কর্মকার ও সুনীল সরকার। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী দিনে মন্দিরের স্বার্থ সংরক্ষনসহ বিভিন্ন ধর্মীয় আচারাদি সম্পন্ন করার উদ্যোগ নেবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
© All rights reserved 2020 ® newspabna.com