পাবনা প্রতিনিধি : পাবনায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসমাইল হোসেন (৩৮) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত হয়েছেন।
তিনি পাবনার আটঘরিয়া উপজেলার উত্তরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও একই উপজেলার ভরতপুর গ্রামের আফাজ উদ্দিন মোল্লার ছেলে।
মঙ্গলবার (১০ মে) দুপুর ১২ টায় পাবনা-সুজানগর সড়কে খয়েরসূতি নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানান, আজ সকালে ইসমাইল হোসেন তার শ্বশুর বাড়ি সুজানগর থেকে বাড়ি ফেরার পথে খয়েরসূতী এলাকায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় আটঘরিয়া উপজেলার শিক্ষক সমাজের মধ্যে ও ইসমাইলের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।