শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১২:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি : পাবনা সদর উপজেলার টেবুনিয়া বিএডিসি কৃষি খামারে প্রতি বছরের মতো এবারও সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে। এতে যেন চারিদিকে হৈচৈ পড়ে গেছে।
কারন, ফুল দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করছে টেবুনিয়া কৃষি খামারের অভ্যন্তরে। দূরদূরান্ত থেকে ছুটে আসছে মানুষ সূর্যমুখী ফুল দেখতে এবং ফুলের সাথে ছবি তুলতে।
তবে, কর্তৃপক্ষের কড়া নজরদারীতে ইতিমধ্যেই জমির নিকট প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে। দূর থেকে দেখতে পারলেও একেবারে কাছে গিয়ে ছবি তুলতে দিচ্ছে না কর্তৃপক্ষ।
ফুল পাহারায় থাকা মো: জহুরুল ইসলাম জানান, অন্যবারের তুলনায় এবার বেশি মানুষ ফুলের সাথে ছবি তুলতে আসছে। এর কারন ফেসবুক জুড়ে প্রচার হয়ে গেছে টেবুনিয়া কৃষি খামারের এই সূর্যমুখী ফুলের কথা।
© All rights reserved 2021 ® newspabna.com