শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৬:৫৯ পূর্বাহ্ন
বার্তা সংস্থা পিপ, পাবনা : পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদকে সভাপতি এবং মো. রেজাউল হোসেন বাদশাকে সাধারণ সম্পাদক করে স্পেশাল অলিম্পিক বাংলাদেশ, সাব-চ্যাপ্টার পাবনার ২৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কমিটির পরিচিত সভা জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় ২০২৩ সালে অনুষ্ঠিতব্য স্পেশাল অলিম্পিকে প্রতিবন্ধিদের অংশ গ্রহন বৃদ্ধি ও তাদের নানা বিষয়ে সহায়তা সম্পর্কে আলোচনা হয়।
নতুন কমিটিতে স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, দুদকের সাবেক কমিশনার ও আওয়ামীলীগের উপদেষ্টা সাহাবুদ্দিন চুপ্পু, বিশিষ্ট সমাজসেবক মোস্তাক আহমেদ সুইট, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ও পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টুকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।
এ ছাড়া নতুন কমিটির অন্য কর্মকর্তা হলেন, সহসভাপতি পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক, পাবনা চেম্বারের সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি, ইউনিভার্সাল ফুডের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান সোহানী হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহিদ নেওয়াজ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজু, পাবনা চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী ও কোষাধ্যক্ষ খন্দকার ইদ্রিস আলী।
এ ছাড়া নির্বাহী সদস্য হলেন, পাবনা মোটর মালিক গ্রুপ সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, রবিউল ইসলাম চৌবে ডাবলু, খতিব শাহনেওয়াজ সুলতানা, মো. সেলিম হোসেন, আবুল আহসান খান রিয়ন, এসএম শরীফুল ইসলাম, শামসুল আলম, রিজভী আহমেদ রেজা, গৌতম সরকার গোড়া, বেগম রাশিদা আক্তার রিপা, বেগম তমা ইসলাম পুস্প, আলহাজ ইমরোজ হোসেন, এস মুস্তাকিম সবুজ, দেওয়ান মোহাম্মদ মাহবুবুল ইসলাম।
© All rights reserved 2020 ® newspabna.com