রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া-সুলতানপুর আঞ্চলিক সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মোছা: রুবিনা আক্তার (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবিনা আক্তার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের চকআল্লাদী গ্রামের মৃত পান্না আলী প্রামানিকের স্ত্রী।
স্থানীয়রা জানান, রুবিনা আক্তার তার এক আত্মীয়র মোটরসাইকেলের পিছনে বসে দাশুড়িয়া থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।
পথিমধ্যে রাস্তা খারাপের কারনে পিছনে বসা রুবিনা আক্তার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আটঘরিয়া হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
© All rights reserved 2021 ® newspabna.com