মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৪:১৮ পূর্বাহ্ন
ফয়সাল মাহমুদ পল্লব : গত ২৪ ঘণ্টার ব্যবধানে পাবনাতে তাপমাত্রা কমেছে ৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ফলে পাবনায় হঠাৎ করেই জেঁকে বসেছে শীত।
গতকাল মঙ্গলবার (১২ জানুয়ারি) পাবনাতে তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গত তিনদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত রোববার (১০ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার (১৩ জানুয়ারি) সকাল ৯ টায় পাবনার ঈশ্বরদী উপজেলায় আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য মতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। যা মৃদু শৈত্যপ্রবাহ।
ফলে পাবনার ওপর দিয়ে আজ মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। পৌষের শেষে কনকনে ঠাণ্ডা এবং বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষসহ অন্যান্য পশুপাখির স্বাভাবিক জীবনযাপন।
ঈশ্বরদী আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন নিউজ পাবনাকে এতথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। ঘন কুয়াশায় মাঝে মধ্যে সূর্য উঁকি দিলেও নেই কোনো তাপ। ঠাণ্ডা আর উত্তরের হিম বাতাসে যেন জবুথবু অবস্থা।
হঠাৎ শীতে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে।
ঈশ্বরদী আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকতা হেলাল উদ্দিন নিউজ পাবনাকে জানান, মৃদু শৈত্যপ্রবাহ চলছে।
একদিনের ব্যবধানে ঈশ্বরদী উপজেলায় তাপমাত্রা কমেছে ৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আকাশে মেঘের পরিমাণ বেশি, রাতে কুয়াশা কম থাকার জন্য তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মেঘ কমে গেলে মৃদু শৈত্যপ্রবাহ থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহে শীত বাড়বে বলেও জানান আবহাওয়া দপ্তরের ওই কর্মকতা ।
© All rights reserved 2020 ® newspabna.com