মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ১১:১৯ পূর্বাহ্ন
বাংলার মুখ, পাবনা : বর্ণাঢ্য আয়োজনে হাতিল ফার্নিচার শো-রুম’র পাবনায় ১০ম বর্ষপূতির্ বুধবার (২৭’নভেম্বর) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে একটি বিশাল র্যালি পাবনা শহরের প্রধান আব্দুল হামিদ সড়কের ইন্দ্রারাপট্টি, প্রেসক্লাব, এবং ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজ প্রদক্ষিণ করে হাতিল ফার্নিচার শোরুম কার্যালয়ে শেষ হয়।
হাতিল ফার্নিচার পাবনা শোরুম’র প্রোপাইটর এ.কে.এম মঞ্জুরুল হক আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পাবনাবাসীর চাহিদা মোতাবেক ঘর সাজাতে রুচি সম্মত ফার্নিচার সরবরাহের আশাবাদ ব্যাক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সুধীর কুমার কলেজের অধ্যাপক এ, বি, এম, আবুল বাশার, অধ্যাপক আলমগীর কবীর, খয়ের সুতি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক রেজাউল ইসলাম রাজাসহ প্রমুখ।
২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশের প্রথম ভার্চুয়াল ফার্নিচার শোরুম হাতিল’র পাবনা শোরুমে ‘হাতিল আমার ঘরে হৃদয় জুড়ে’ কনটেস্ট এন্ড গিফ্ট কালেকশান ক্যাম্পিং ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
© All rights reserved 2020 ® newspabna.com