সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ১০:৪০ পূর্বাহ্ন
পাবনায় হেপাটাইটিস-বি বিষয়ক সচেতনতায় র্যালী
শহর প্রতিনিধি: ‘হেপাটাইটিস নিমূলই হবে আগামীর সেরা অর্জন” এ প্রতিপাদ্য নিয়ে হেপাটাইটিস-বি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবনায় সেমিনার, র্যালী ও সরকারী শিশু নিবাসে বিনামূল্যে হেপাটাইটিস বি টিকা প্রদান করা হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
সকাল ১০টায় পাবনা জেলা স্কুল চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সেমিনার হয়।
ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডা: মুহাম্মদ আলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো।
বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল ডা: মো: রবিঊল হোসেন (অব:), পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার রেজাউল হক, সিভিল সার্জন ডা: সাইফ ঊদ্দিন ইয়াহিয়া ও পাবনা প্রেসক্লাবেকর সভাপতি প্রফেসর শিবজিত নাগ।
পরে পাবনা সরকারী শিশু পরিবার (বালিকা), এর ১০০ এতিম নিবাসীদের বিনামূল্যে হেপাটাইটিস বি টিকা প্রদান করা হয়। বিকালে পাবনা মেডিকেল কলেজ মিলনায়তনে এ সম্পর্কে আরো একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
© All rights reserved 2020 ® newspabna.com