শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৪:৫৮ পূর্বাহ্ন
পাবনায় ১৪ দলের সমন্বয়কের পদ নিয়ে বিভ্রান্তি!
শহর প্রতিনিধি: পাবনায় ১৪ দলের সমন্বয়কের পদ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। পাবনা জেলা পরিষদের প্রশাসক ও পাবনা জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা এম সাইদুল হক চুন্নু ১৪ দল গঠনের পর থেকে পাবনা জেলা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত ১৭ জুন পাবনা জেলা ১৪ দলের সদস্য সচিব ও ওয়ার্কার্স পার্টির পাবনা জেলা সভাপতি জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নুর জায়গায় জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম লালকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পাবনা সার্কিট হাউসে স্বাস্থ্যমন্ত্রী এবং ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে এই পরিবর্তন করা হয়। এই নিয়ে পাবনার বিভিন্ন মহলে নানা গুঞ্জন ও বিভ্রান্তি দেখা দেয়।
এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী মোঃ মোহাম্মদ নাসিম জানান, পাবনায় ১৪ দলের সমন্বয়কের পরিবর্তন করা হয়নি। গত ১৭ জুন ১৪ দলের সমন্বয়ক এম সাইদুল হক চুন্নু অনুপস্থিত থাকায় ওই দিনের জন্য পাবনা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম লালকে প্রাথমিক দায়িত্ব দেওয়া হয়। পরে আলাপ-আলোচনার ম্যাধ্যমে জেলা আওয়ামী লীগ এ বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে ঠিক করবে বলে জানান তিনি।
পাবনা জেলা পরিষদের প্রশাসক ও ১৪ পাবনার সমন্বয়ক এম সাইদুল হক চুন্নু বলেন, অসুস্থ থাকায় তিনি ১৭ জুনের সন্ত্রাস প্রতিরোধ সভায় যেতে পারেননি। তা ছাড়া ওই দিন ১৪ দলের কোনো সভা আহ্বান করা হয়েছে কি না এ ব্যাপারে তিনি কিছু জানেন না বলে জানান।
পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি বলেন, ১৪ দলের জেলা সমন্বয়ক পদের পরিবর্তন বিষয়ে তাঁরা কিছু জানেন না। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভায় কোনো আলোচনা হয়নি।
© All rights reserved 2020 ® newspabna.com