মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ১২:১৫ অপরাহ্ন
বার্তাকক্ষ : র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ১ জনকে গ্রেফতার করেছে।
সোমবার (১৮ নভেম্বর) গভীর রাতে ঈশ্বরদীর ভেলুপাড়া মোড়ে অভিযান চালিয়ে শংকর মূখার্জী (৩৫) নামের ওই মাদক ব্যবসায়ীকে ২ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করে র্যাব।
গ্রেফতার শংকর মূখার্জী ঈশ্বরদীর আরমবাড়ীয়া এলাকার শিখেন মূখার্জীর ছেলে।
র্যাবের দাবি আসামী দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিদেশী মদ নিজের হেফাজতে রেখে বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
এ বিষয়ে আসামীর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
© All rights reserved 2020 ® newspabna.com