রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৬:০০ অপরাহ্ন
বার্তাকক্ষ : র্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৩টি আগ্নেয়াস্ত্রসহ মোঃ তিজাম হোসেন (৩৪) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
১ টি বিদেশী পিস্তল, ১টি রিভালবার ও ১ টি শুটারগানসহ ওই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে র্যাব।
সোমবার (২৫ নভেম্বর) ভোরে র্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা সদর থানার ভাওডাঙ্গা (কালুরপাড়া) এলাকা থেকে তিজামকে গ্রেফতার করে।
গ্রেফতার তিজাম হোসেন ভাওডাঙ্গা (কালুরপাড়া) এলাকার মৃত ইউছুফ আলী প্রামানিকের ছেলে।
র্যাবের জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র নিজের হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছে তিজাম।
এ বিষয়ে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার।
© All rights reserved 2020 ® newspabna.com