মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ১২:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি : পাবনা পৌর সদরের আটুয়া বয়েজ ক্লাবের সামনে অভিযান চালিয়ে ৩শ পিস ইয়াবা বড়িসহ দুই মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।
রোববার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩শ পিস ইয়াবা জব্দ করা হয়। আটকরা হলেন- সদর থানার আরিফপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে রবিউল ইসলাম (২৪) ও একই এলাকার জামাল উদ্দিনের ছেলে আহাদ (১৯)।
র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে আটকরা পাবনার বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদককারবারিদের কাছে ইয়াবা বিক্রি করে আসছিল।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com