রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৭:১২ অপরাহ্ন
বার্তাকক্ষ : পাবনায় ৪৮ ঘণ্টায় দুই নারীসহ তিনজন খুন হয়েছেন। নিহতরা হলেন পাবনার সাঁথিয়া উপজেলার কাবারীখোলা গ্রামের সাদিয়া আক্তার রোজিনা (২৫), সদর উপজেলার চরবাঙ্গাবাড়িয়া গ্রামের আসমা উল হুসনা (২৬) ও সুজানগর উপজেলার সুজন বিশ্বাস (৩৫)।
পুলিশ জানায়, কাবারীখোলা গ্রামের দুলাল শেখ ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করতেন। গত সোমবার রাতে মাদক সেবনের জন্য দুলাল তাঁর স্ত্রী রোজিনার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় দুলালের সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া হয়। এরই একপর্যায়ে দুলাল ও তাঁর বোন কাঞ্চন মিলে রোজিনাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন।
পাবনা সদর উপজেলার চরবাঙ্গাবাড়িয়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বুধবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আসমা উল হুসনা (২৬) ওই গ্রামের রাসেল প্রামাণিকের স্ত্রী।
এ ছাড়া পাবনার সুজানগরে পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাই হজরত আলী বিশ্বাসের (২৬) ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই সুজন বিশ্বাস (৩৫) খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার চর সুজানগর এলাকায় এই ঘটনা ঘটে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক হত্যা মামলা হয়েছে।
পাবনার পুলিশ সুপার মো. আলমগীর কবীর জানান, এসব মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর সংশ্লিষ্ট থানা দোষীদের আইনের আওতায় আনবে।
© All rights reserved 2020 ® newspabna.com