মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ১১:৫৪ পূর্বাহ্ন
শহর প্রতিনিধি : পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ পাবনা এডওয়ার্ড কলেজ শাখা।
শনিবার (০১ এপ্রিল) দুপুর ১২টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী সরকারি এডওয়ার্ড কলেজের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে কলেজ শাখা ছাত্রলীগ কর্মী ও কয়েক হাজার শিক্ষার্থী।
এ সময় বক্তব্য রাখেন, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বক্তারা এ সময় বলেন, বাংলাদেশে কোন জঙ্গিবাদের স্থান নেই। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঐক্য গড়ে তুলে জঙ্গিবাদ নির্মূল করতে হবে।
© All rights reserved 2020 ® newspabna.com