শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৪:২২ পূর্বাহ্ন
বার্তা সংস্থা পিপ, পাবনা : রাজশাহী বিভাগীয় কর কমিশনার মো. শফিকুল ইসলাম আকন্দ মঙ্গলবার (২৩ মার্চ) সকালে পাবনার রত্নদ্বীপ রিসোর্টে পাবনা চেম্বার অব কমার্স পরিচালকবৃন্দ, জেলার অন্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং আয়কর আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
জেলা আয়কর বিভাগ আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কর কমিশনার মো. শফিকুল ইসলাম আকন্দ, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, আয়কর আইনজীবী সমিতির সভাপতি মো. আব্দুস সামাদ।
রাজশাহী বিভাগীয় যুগ্ম কর কমিশনার মির্জা আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা চেম্বারের সিনিয়র সহসভাপতি মো.আলী মতুর্জা বিশ্বাস সনি, পাবনা চেম্বারের পরিচালক এএইচএম রেজুয়ান জুয়েল, উত্তম কুমার কুন্ডু, আবুল হোসাইন খান রিপন, মিরাজুল আলম প্রমুখ।
© All rights reserved 2021 ® newspabna.com