বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ১২:২৪ পূর্বাহ্ন
বার্তাসংস্থা পিপ : পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলার হতদরিদ্রদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৪ জুন) সকালে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক রেখা রানী বালো, অতিরিক্ত জেলা প্রশাসক বেগম মাকসুদা সিদ্দিকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়ছারুল ইসলাম, ভারপ্রাপ্ত এনডিসি বিপুল কুমারসহ অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১২০ জনকে ঈদসামগ্রী হিসেবে পাঁচ কেজি চাল, এক কেজি চিনি, ৪০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম সরিষার তেল, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট দুধ, মসলা, আধা কেজি লবণ ও এক কেজি আটা বিতরণ করা হয়।
© All rights reserved 2020 ® newspabna.com