মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৫:০২ পূর্বাহ্ন
বার্তাকক্ষ : মঙ্গলবার (০২ মার্চ) হামলার আশঙ্কায় পাবনা থেকে রাজশাহী বিভাগের সকল রুটে বাস চলাচল বন্ধ ছিলো। এতে করে দুর্ভোগে পড়েছিলেন যাত্রীরা।
তবে এদিন সন্ধ্যার পর থেকেই পাবনা থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে বলে পাবনা পরিবহন সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সকালে তারা জানিয়েছিলো বাস চলাচল করলে হামলার আশঙ্কা আছে। তাই শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছিলো।
এদিকে অন্য একটি সূত্র বলছে- বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে রাজশাহীর সঙ্গে সব রুটের বাস যোগাযোগ বন্ধ করা হয়েছিলো।
মঙ্গলবার বিএনপির রাজশাহী বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।
এদিকে পাবনা থেকে রাজশাহী বিভাগে হঠাৎ বাস চলাচল বন্ধের কারণে দুর্ভোগে পড়েছিলেন সাধারণ যাত্রীরা। তারা অনেকেই কাউন্টারে এসে ফিরে যান। এছাড়া বিকল্প পথে হিসেবে অন্য যানবাহনে নিজ নিজ গন্তব্যে অনেকে রওনা দেন।
© All rights reserved 2021 ® newspabna.com