শনিবার, ০৬ মার্চ ২০২১, ০৪:০৪ অপরাহ্ন
পাবনা প্রতিনিধি : ৩০ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত পাবনা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নুর মোহাম্মদ মাসুম বগা, জাতীয় পাটির প্রার্থী চৌধুরী মোহাম্মদ মাহাবুবুল হক রাজন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু বকর সিদ্দিক জামানত হারিয়েছেন।
পাবনা পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কায়ছার মোহাম্মদ জামানত হারানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র প্রার্থী সংগৃহিত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হয়।
এতে করে পাবনা পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ৫ মেয়র প্রার্থীর মধ্যে ৩ জনই জামানত হারিয়েছেন।
৩০ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ১৫ ওয়ার্ডের ৩৯টি কেন্দ্রের জন্য ভোটার ছিলেন ১ লাখ ১২ হাজার ২৪৪ জন।
এর মধ্যে ৬৫ হাজার ২৫৫ জন ভোট দিয়েছেন।
এই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দিন প্রধান ২৭ হাজার ৯৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি পেয়েছেন ২৭ হাজার ৮৪৭ ভোট। মাত্র ১২২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন শরীফ উদ্দিন প্রধান।
জামানত হারানো বিএনপি মনোনীত প্রার্থী নুর মোহাম্মদ মাসুম বগা পেয়েছেন ৭ হাজার ৫০৪ ভোট, জাতীয় পাটির প্রার্থী চৌধুরী মোহাম্মদ মাহাবুবুল হক রাজন পেয়েছেন ২৭৬ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু বকর সিদ্দিক পেয়েছেন ১ হাজার ৬৫৯ ভোট।
© All rights reserved 2021 ® newspabna.com