রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৮:৩৮ অপরাহ্ন
ছবি: সাংবাদিক এবিএম ফজলুর রহমানের ফেসবুক পেজ থেকে নেয়া
বার্তা সংস্থা পিপ (পাবনা) : বিপুল উৎসাহ উদ্দীপনা ও নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে ঐতিহ্যবাহী পাবনা প্রেসক্লাবের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (২ মে) শহরের আব্দুল হামিদ সড়কের প্রেসক্লাব গলি থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
পরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগের সভাপতিত্বে এক আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা যুগ্ম সম্পাদক এম আনোয়ারুল হক, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা প্রশাসক রেখা রানী বালো, অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা, পাবনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল, রানা গ্র“প অব কোম্পানীজের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সহসভাপতি সাজ্জাদ হোসেন বাচ্চু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য জহিরুল ইসলাম বাবু, পাবনা জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শিবলী সাদিক প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সম্পাদক আখিনুর ইসলাম রেমন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ছিফাত রহমান সনম। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শিশুদের চিত্রাংকন ও রাতে পুরুস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১৯৬১ সালের ১ মে দিনে পাবনা শহরে পাবনা প্রেসক্লাবের গোড়াপত্তন ঘটে। সাবেক পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মাশাল (অব.) একে খন্দকার, স্কয়ার গ্রুপের চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরী, প্রয়াত ভাষা সৈনিক আব্দুল মতিন, স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা অঞ্জন চৌধুরী পিন্টু এবং দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মুহম্মদ শাহাবুদ্দিন চপ্পু পাবনা প্রেসক্লাবের সম্মানিত জীবন সদস্য রয়েছেন।
প্রেসক্লাব প্রতিষ্ঠার বছর ৮- ৯ মে পাবনায় অনুষ্ঠিত হয় পুর্ব পাকিস্তান মফস্বল সাংবাদিক সম্মেলন। যে সভা থেকে প্রাতিষ্ঠানিক রুপ পায় পুর্ব পাকিস্তান মফস্বল সাংবাদিক সমিতি যা বর্তমানে বাংলাদেশ সাংবাদিক সমিতি হিসেবে পরিচিত। সেই সভায় প্রধান অতিথি ছিলেন তৎকালীন মন্ত্রীসভার সদস্য বগুড়ার মো: হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পাকিস্তান অবজারভারের সম্পাদক আব্দুস সালাম, মনিং নিউজের এসজিএম বদরুদ্দিন। যে সম্মেলনের মাধ্যমে মফস্বল সাংবাদিকরা পেশার স্বীকৃতি তথা রিটেইনার, লাইনেজ, পোষ্টাল চার্জ, টেলিগ্রাম চার্জ, ছবির বিলসহ অন্যান্য খরচ পাওয়া শুরু করেন। পাবনা প্রেসক্লাব প্রতিষ্ঠার মধ্যে দিয়েই সেদিন সংবাদপত্রে মফস্বলে কর্মরত প্রতিনিধিদের পেশার স্বীকৃতি ঘটেছিল।
পাবনা প্রেসক্লাব প্রতিষ্ঠার পর একেএম আজিজুল হক পাবনা প্রেসক্লাবের প্রথম সভাপতি এবং সংবাদ প্রতিনিধি শ্রী রণেশ মৈত্র প্রথম সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তিতে এম আনোয়ারুল হক, মির্জা শামসুল ইসলাম, প্রফেসর আব্দুস সাত্তার বাসু, অঞ্জন চৌধুরী পিন্টু, রবিউল ইসলাম রবি, অ্যাডভোকেট মুহম্মদ মহিউদ্দিন, প্রফেসর শিবজিত নাগ, রুমি খন্দকার, আব্দুল মতীন খান, এবিএম ফজলুর রহমান, উৎপল মির্জা, আহমেদ উল হক রানা, আখিনুর ইসলাম রেমন বিভিন্ন সময় এক বা একাধিকবার সভাপতি সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন।
পাবনা প্রেসক্লাবের অতীত ঐতিহ্য ও বিশাল ইতিহাস থাকলেও আজও পাবনা প্রেসক্লাবের নিজস্ব ভবন হয়নি। পরিত্যক্ত সম্পত্তির উপর গড়ে উঠা এই ক্লাবটির শরীরে শীর্ণতা থাকলেও মর্যাদা ও আভিজাত্যে এখোনো অটুট। সম্প্রতি ঐ পরিত্যক্ত ভবনেই একটি অত্যাধুনিক অফিস কক্ষ, ভিআইপি মিলনায়তন, সাধারন মিলনায়তন এবং লাইব্রেরী প্রতিষ্ঠা করা হয়েছে। তাই পাবনা প্রেসক্লাব সব সময় পাবনা তথা দেশের সাংবাদিক ও মানুষের মনি কোঠায় মর্যাদার আসীনে অধিষ্ঠিত থাকবে এটা সকল সদস্যের প্রত্যাশা।
৫৫ বছর পালন উপলক্ষে পাবনা প্রেসক্লাব শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছিলো।
© All rights reserved 2020 ® newspabna.com