শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ০৮:০২ অপরাহ্ন
বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।
শুক্রবার (৬ মে) রাতের কোন এক সময় এই চুরি সংঘটিত হয়। এ সময় চোরেরা নগদ প্রায় লক্ষাধিক টাকা ও গুরুত্বপূর্ণ কিছু ফাইল ও কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
পুলিশ জানায়, শুক্রবার রাতের কোন এক সময় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অফিসের বেশ কয়েকটি কক্ষের তালা ভেঙে চোরেরা দুর্ধর্ষ চুরি করে। এ ব্যাপারে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান, চুরির বিষয়ে একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
© All rights reserved 2020 ® newspabna.com