বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৫:০৫ অপরাহ্ন
পাবনা মুক্তিযোদ্ধা সংসদ থেকেও নাসিমকে বহিঃস্কার
ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে বহিঃস্কারের পর এবার পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডারের পদ থেকেও বহিঃস্কার করা হয়েছে আ.ত.ম.শহিদুজ্জামান নাসিমকে।
গত ১৮ আগস্ট মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা ইউনিট কমান্ডের কমান্ডার হাবিবুর রহমান স্বাক্ষরিত অব্যাহতি পত্রের মাধ্যমে তাকে মুক্তিযোদ্ধা সংসদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এর আগে চাঁদাবাজি, অসদাচারন ও মুক্তিযোদ্ধা সংসদের নিয়মবহির্ভূত কর্মকান্ডে অংশ গ্রহন করার অভিযোগে কেন তাকে অব্যাহতি দেওয়া হবেনা মর্মে কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়।
সে নোটিশের জবাবও সন্তোষজনক না হওয়া ও জবাব ছেলের মাধ্যমে জমা দেওয়ায় মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা ইউনিটের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে বলে হাবিবুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন।
অব্যাহতির বিষয়টি অবগতির জন্য মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, পাবনা জেলা প্রশাসক ও পুলিশ সুপার, ঈশ্বরদী উপজেলা নির্বাহি কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ ও ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদে অনুলিপি প্রদান করা হয়েছে।
পাবনা পুলিশ সুপার আলমগীর কবীর, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ নেওয়াজ ও ডেপুটি কমান্ডার আব্দুল খালেক অনুলিপি প্রাপ্তির বিষয়টি স্বীকার করেছেন।
উল্লেখ্য, পাবনা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নাসিমকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে ইতিপূর্বে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে তাকে বহিঃস্কার করা হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com