বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০২:২২ পূর্বাহ্ন
পাবনা র্যাবের অভিযান, গাজাসহ ব্যবসায়ী আটক
র্যাব-১২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে ডিএডি মোঃ আনোয়ারুল হক এর নেতৃত্বে পাবনা সদর থানাধীন মালিগাছা ইউনিয়নের ভজেন্দ্রপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
রোববার (১৬ অক্টোবর) দুপুরে র্যাবের এ অভিযান পরিচালনা করা হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাদক ব্যবসায়ী মোঃ জিনাত আলী সরদার উরফে জিনু (৫০) কে ৩ কেজি সাতশ গ্রাম গাঁজাসহ আটক করে র্যাব।
এসময় অপর পলাতক আসামী আফরোজার ফেলে যাওয়া মাদক বিক্রয়লব্ধ নগদ ত্রিশ হাজার টাকাও উদ্ধার করে র্যাব।
আটক জিনু ভজেন্দ্রপুর মৃত বাহের সরদারের ছেলে। অপর পালাতক আসামী আফরোজার বাড়িও ভজেন্দ্রপুর গ্রামে, তার পিতার নাম মোঃ আফতার হোসেন।
উল্লেখ্য, এ আসামীরা দীর্ঘদিন যাবত নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্থানীয়রা জানায়।
আটক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি
© All rights reserved 2020 ® newspabna.com