শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ০৮:২১ অপরাহ্ন
রিক্সা বিহীন এ. হামিদ সড়ক, পাবনা
শহর প্রতিনিধি: পাবনা শহরে রোজার মাসে যানজট এড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে পাবনা ট্র্যাফিক নিয়ন্ত্রন কর্তৃপক্ষ। ফলে কিছুটা হলেও শহরে স্বস্তি ফিরে এসেছে।
বুধবার (২২ জুন) শহরের ব্যস্ততম রাস্তা এ. হামিদ সড়ক ফাঁকা ফাঁকা দেখা গেছে। ঈদের কেনা কাটায় ব্যস্ত মানুষ গুলোকে পায়ে হেঁটে শহরে চলাচল করতে দেখা গেছে। তবে অবাধে চলাচল করতে পেরে অনেকেই স্বস্তিও প্রকাশ করেছেন ।
প্রসঙ্গত, পাবনা শহরের প্রবেশ মুখ ট্র্যাফিক আইল্যান্ডের নিকট থেকে বীণা-বাণী সিনেমা হলের মোড় পর্যন্ত রিক্সা চলাচল নিয়ন্ত্রন করা হয়েছে। ফলে নিয়ন্ত্রিত এ রাস্তায় শুধুমাত্র মোটর সাইকেল চলাচল করতে দেখা গেছে। রিক্সা বিহীন পাবনা শহর মন্দ লাগেনি শহর কেন্দ্রীক মানুষদের।
এ জন্য অনেকেই পাবনা জেলা ট্র্যাফিক নিয়ন্ত্রন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পাবনা জেলা ট্র্যাফিক নিয়ন্ত্রন কর্তৃপক্ষ জানান, ঈদের আগ পর্যন্ত শহরের অনেক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
© All rights reserved 2020 ® newspabna.com