বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ০৬:৩১ অপরাহ্ন
পাবনা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি আটক
শহর প্রতিনিধি : পাবনা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ বদিউজ্জামানকে (২৮) আটক করেছে পুলিশ। আজ সোমবার (২০ জুন) ইফতারের আগে সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাঁকে আটক করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, আটক বদিউজ্জামানের বিরুদ্ধে ভাঙচুর ও নাশকতার মামলা রয়েছে। পুনরায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারেন এমন আশঙ্কায় তাঁকে আটক করা হয়েছে।
এদিকে পাবনা শহর শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম এক বিবৃতিতে জানিয়েছেন, হয়রানিমূলকভাবে মিথ্যা মামলায় বদিউজ্জামানকে আটক করা হয়েছে। এর আগেও পুলিশ তাঁকে একবার আটক করেছিল। আদালত থেকে জামিনে মুক্ত হওয়ার পর পুনরায় তাঁকে আটক করেছে পুলিশ।
এদিকে পুলিশের অপর একটি সূত্র জানায়, পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে গলা কেটে ও কুপিয়ে হত্যার ঘটনায় আটক শিবির নেতা আরিফুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে বদিউজ্জামানকে আটক করা হয়েছে।
গত ১০ জুন ভোর ৫টার দিকে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে প্রাতঃভ্রমণে বের হলে মানসিক হাসপাতালের উত্তরপাশে ফটকের সামনে তাঁকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত নিত্যরঞ্জন পাণ্ডে গোপালগঞ্জ সদরের আরুয়া কংশু গ্রামের মৃত রশিক লাল পাণ্ডের ছেলে। তিনি প্রায় ৪০ বছর ধরে পাবনার ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমে সেবক হিসেবে কর্মরত ছিলেন।
© All rights reserved 2020 ® newspabna.com