রবিবার, ০৭ মার্চ ২০২১, ০১:৫১ অপরাহ্ন
বার্তাকক্ষ : পাবনা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের কমিটির সব কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করেছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে রাজশাহী বিভাগে দায়িত্বপ্রাপ্ত দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন পাবনা উপজেলা ও পৌরসভার কার্যক্রম স্থগিত করেন।’
এ বিষয়ে এস এম কামাল হোসেন বলেন, ‘যারা নৌকার পক্ষে কাজ করবে না, তারা দলের পদ-পদবিতে থাকতে পারবে না। নৌকা উন্নয়নের প্রতীক, জাতির জনকের প্রতীক, জাতীর জনকের কন্যা শেখ হাসিনার প্রতীক। সুতরাং দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে নেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে চলতে হবে। নৌকার পক্ষে থাকতে হবে।’
পাবনা উপজেলা ও পৌরসভার কার্যক্রম স্থগিতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আজ (বৃহস্পতিবার) পাবনা স্বাধীনতা চত্বরে আমাদের একটা দলীয় প্রোগ্রাম ছিল। সেখানে উপজেলা ও পৌরসভার নেতারা আসেননি। দলের প্রতি তাদের যে দায়িত্ব তারা তা পালন করেননি। তাই নেত্রীর নির্দেশ অনুযায়ী তাদের কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়েছে।’
© All rights reserved 2021 ® newspabna.com