সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০২:১১ অপরাহ্ন
বার্তাকক্ষ : জাতীয় সংসদের পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়া তিন প্রার্থীকেই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ এ তথ্য জানান।
তিনি জানান, বৈধ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত নুরুজ্জামান বিশ্বাস, বিএনপির হাবিবুর রহমান হাবিব এবং জাতীয় পার্টির রেজাউল করিম।
আগামী ২৬ সেপ্টেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে, বুধবার এই তিন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আগামী ৮ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।
পাবনা-৪ আসন দুটি উপজেলা (ঈশ্বরদী আটঘরিয়া) এবং দুটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্র রয়েছে ১২৯টি। মোট ভোটার তিন লাখ ৮১ হাজার ১১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯১ হাজার ৬৯৭ জন এবং নারী ভোটার রয়েছেন এক লাখ ৮৯ হাজার ৪১৫ জন।
উল্লেখ্য, সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপির মৃত্যুতে আসনটি শূন্য হয়।
© All rights reserved 2020 ® newspabna.com