মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ০৮:০৯ পূর্বাহ্ন
বার্তাকক্ষ : আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে ২ সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ সময়।
আজ রোববার (২৩ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে উপনির্বাচনের তারিখ নির্ধারণে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)।
বৈঠক শেষে উপনির্বাচনের তারিখ জানান ইসি সচিব মোহাম্মদ আলমগীর।
তিনি জানান, এই আসনে ২ সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ সময়। মনোনয়নপত্র বাছাই হবে ৩ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৮ সেপ্টেম্বরের মধ্যে।
২৬ সেপ্টেম্বর ভোট অনুষ্ঠিত হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
গত ২ এপ্রিল পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পাবনা-৪ আসনটি শূন্য হয়।
করোনার কারণে প্রথম ৯০ দিনে ভোট করেনি ইসি। এক্ষেত্রে পরবর্তী ৯০ দিনের হিসাব অনুযায়ী, এই আসনে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে ভোটগ্রহণ করতে হবে।
© All rights reserved 2020 ® newspabna.com