মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০২:২১ পূর্বাহ্ন
পাবনা প্রতিনিধি : আসন্ন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচনে এবার মনোনয়ন ফরম তুললেন এই আসনের প্রয়াত এমপি ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর স্ত্রী ও ছেলে।
এই নিয়ে সাবেক এই মন্ত্রীর পরিবারের চার সদস্য মনোনয়ন ফরম তুললেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে গিয়ে প্রথমে মনোনয়ন ফরম তোলেন ছেলে গালিবুর রহমান শরীফ এবং পরে স্ত্রী কামরুন্নাহার শরীফের পক্ষে মনোনয়ন ফরম তোলেন সাবেক ভূমিমন্ত্রীর আরেক ছেলে সাকিবুর রহমান শরীফ কনক।
এর আগে গত সোমবার মনোনয়ন ফরম তোলেন সাবেক মন্ত্রীর মেয়ে মাহজেবিন শিরিন পিয়া এবং বুধবার ফরম তোলেন জামাতা ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
প্রয়াত এই এমপি ও সাবেক মন্ত্রীর পরিবারে এত সংখ্যক সদস্যদের মনোনয়ন ফরম সংগ্রহ করা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
© All rights reserved 2020 ® newspabna.com