সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ১২:০১ পূর্বাহ্ন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ।
রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্বাধীনতা চত্বরে ঘণ্টাব্যাপী আয়োজিত মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
এ সময় দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও চেয়ারম্যান ড. কামরুজ্জামান। তিনি বলেন, ‘এমন ঘৃন্য কর্মকাণ্ডের নিন্দা জানানোর ভাষা নেই। এমন বর্বোরিচত ঘটনার শিকার যাতে আর কোনো মেয়ে না হয়, সেজন্য প্রশাসনের সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি তনু হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। তা না হলে অপরাধীরা এমন ঘটনা ঘটিয়েই যাবে।’
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন, শাহীন জাভেদ, মাহমুদুর রহমান সনেট, সামসুল সালেহীন মিল্টন, আব্দুল্লাহ আল নোমান, মিজানুর রহমান, শাহরিয়ার জিম, আবির আহমেদ সৈকত প্রমুখ।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা চারদফা দাবি বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। দাবিগুলো হলো-অনতিবিলম্বে তনু হত্যায় দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। এমন ঘটনা যেন আর না ঘটে সেজন্য আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। অপরাধী যেই হোক না কেন তাকে কঠোর হস্তে দমন করতে হবে। এমন শাস্তি দিতে হবে যাতে কেউ এমন কিছু করার আগে শাস্তির কথা ভেবে পিছু হটতে বাধ্য হয়।
© All rights reserved 2021 ® newspabna.com