বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ০৬:২৫ অপরাহ্ন
পাবনা প্রতিনিধি : বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ঈশ্বরদীতে কাওসার হোসেন (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কাওসার ওই গ্রামের আকতার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে কাওসার।
গোসল সেরে তার অন্য বন্ধুরা পাড়ে উঠে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে।
এক পর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
© All rights reserved 2020 ® newspabna.com