বুধবার, ২১ এপ্রিল ২০২১, ১১:৪৬ অপরাহ্ন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিষ দেওয়া পুকুরে মাছ ধরতে নেমে বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- ওই গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে বিথী (১১) ও শাহজাহান প্রামাণিকের মেয়ে ঋতি (১২)। তারা দুজনই ভায়াট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
নিহত শিশুদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, খালকুলা গ্রামের বরাত আলী তার লিজ নেওয়া পুকুর থেকে মাছ ধরতে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করেন। মঙ্গলবার সকাল থেকেই স্থানীয়রা ওই পুকুর থেকে মাছ ধরছিল। তাদের মাছ ধরা দেখে বিথী ও ঋতিও মাছ ধরতে পুকুরে নামে।
একপর্যায়ে অন্যরা মাছ ধরা শেষে বাড়ি ফিরলেও শিশু দুটির কোনো সন্ধান পাওয়া যায় না। পরে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের লাশ উদ্ধার করেন। তাদের দাবি- বিষক্রিয়াতেই শিশু দুটির মৃত্যু হয়েছে।
এদিকে পুকুর মালিক বরাত আলী বলেন, মাছ ধরার জন্য পুকুরে গ্যাস ট্যাবলেট দেওয়া হলেও সে কারণে তাদের মৃত্যু হয়নি। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন, ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved 2021 ® newspabna.com