বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১০:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি : পাবনার খুচরা ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। তবে খুচরা বাজারের তুলনায় পাইকারি বাজারে দাম বেশি কমেছে।
সোমবার (১৮ নভেম্বর) বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি পেঁয়াজের দাম খুচরা বাজারে কমেছে ৫০-৭০ টাকা এবং পাইকারি বাজারে কমেছে ৯০-১০০ টাকা।
পাবনার বড় বাজার, আটঘরিয়ার খুচরা বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, ভালো মানের প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকায়।
কিছুটা খারাপ মানের পেঁয়াজ ১৪০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর মূলকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০- ১২০ টাকায়।
অথচ গত সপ্তাহের শেষের দিকে ভালো মানের পেঁয়াজ খুচরা বাজারে ২৪০-২৫০ টাকায় বিক্রি হয়েছে। আর খারাপ মানেরগুলো বিক্রি হয়েছে ১৮০-১৯০ টাকায়।
বড় বাজারের মুদি দোকানদার জাহাঙ্গীব আলম বলেন, ‘বাজারে নতুন পেঁয়াজ আসায় দাম কমেছে।’
তিনি আরও বলেন ‘কাল-পরশুর মধ্যে খুচরা বাজারে দাম আরও কমে যাবে।’
© All rights reserved 2020 ® newspabna.com