বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৪:৫০ অপরাহ্ন
সারাবিশ্বে নারী অধিকারের জন্যে সবচেয়ে বেশি সোচ্চার মার্কিনীরা। আর সে দেশেরই চলচ্চিত্র অঙ্গনে নাকি নারী-পুরুষের বৈষম্যটা বেশি। হ্যাঁ, সম্প্রতি এমন আক্ষেপই প্রকাশ করেছেন হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যান।
নাটালী জানান হলিউডে নাকি নারী আর পুরুষ তারকাদের প্রতি বৈষম্যটা বেড়েই চলছে। পারিশ্রমিকের দিক থেকেও নাকি নারীর চাইতে পুরুষকেই প্রাধান্য দেয়া হচ্ছে বেশি। ৩৪ বছর বয়সী এই হলিউড গ্ল্যামার গার্ল জানান, লিঙ্গ বৈষম্যের ফলে হলিউডে ধীরে ধীরে নারীদের জন্যে কাজ করা কষ্টের হয়ে উঠছে।
তিনি আরও জানান, ইন্ড্রাস্ট্রিতে নারী নির্মাতা না থাকাটাও এই বৈষম্য বেড়ে যাওয়ার অন্যতম একটা কারণ।
© All rights reserved 2020 ® newspabna.com