মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১, ০৫:৩২ পূর্বাহ্ন
ফয়সাল মাহমুদ পল্লব : গতকাল সোমবার (১১ জানুয়ারি) পাবনা পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই পৌর এলাকার প্রতিটি অলিগলি, দোকানের সামনে ও ফাঁকা জায়গায় ছেয়ে গেছে সাদা-কালো পোস্টারে।
ভোটের হাওয়া বইছে পাবনা শহর জুড়ে। ৩০ জানুয়ারি অনুষ্ঠিত পৌর নির্বোচন উপলক্ষে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
সেই সঙ্গে চলছে প্রার্থীদের উঠান বৈঠক, আলোচনা সভা, মিছিল, গণসংযোগ ও মাইকিং।
শহরের বাজার, চায়ের দোকান, রাস্তায় শোভা পাচ্ছে নৌকা, ধানের শীষসহ স্বতন্ত্র প্রার্থীদের পোস্টার।
পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সালাম বলেন, প্রার্থী এবং তাদের সমর্থকরা প্রতিদিন বাসায় এসে লিফলেট বিতরণ করছেন। সেই সঙ্গে চলছে ভোট প্রার্থনা। প্রার্থীদের নামে ঘন ঘন শ্লোগান ও মিছিল চলছে।
বিশেষ করে আওয়ামী লীগ সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পোস্টার লক্ষণীয়। তবে বিএনপি সমর্থিত প্রার্থীর পোস্টার এখনো খুব একটা দেখা মেলেনি।
এদিকে পাবনা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী নিয়ে বেশ সরগরম হয়ে উঠেছে পাবনার রাজনীতির মাঠ।
সরকার দলীয় নৌকা প্রতীক নিয়ে এই পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা আলী মুর্তজা বিশ্বাস সনি।
অপর দিকে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়ে (সতন্ত্র) মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা যুবলীগের সাবেক সভাপতি মো. শরীফ উদ্দিন প্রধান।
বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি নূর মোহম্মদ মাসুম বগা।
জাতীয় পার্টি থেকে চৌধুরী মোহম্মদ মাহাবুবুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু বক্কর সিদ্দীক।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পাবনা পৌরসভা ১৫টি ওয়ার্ড নিয়ে গঠিত। মোট ভোটার রয়েছে ১ লাখ ১২ হাজার ২৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ৪০ জন আর নারী ভোটার ৫৪ ২০৪ জন।
এদিকে, বছরজুড়ে অলস সময় পার করলেও নির্বাচন ঘিরে ব্যস্ত হয়ে পড়েছেন পাবনার প্রিন্টিং প্রেস সংশ্লিষ্টরা।
শহরের বিভিন্ন প্রিন্টিং প্রেসে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে পোস্টার ছাপানোর কাজ।
© All rights reserved 2020 ® newspabna.com